কিছু কৌতুক | Some Jokes
Posted by
Entar Ettela
on Wednesday, August 26, 2009
১ম বন্ধু: কিরে তোর মুখে ব্যান্ডেজ বাধা কেন? তোর ডান চোখটাতো অল্পের জন্য বেঁচে গেছে। কে তোর এই দশা করল?
২য় বন্ধু: আর বলিস না সকাল বেলায় অফিসে বেরোবার আগে প্যান্টের সামনের একাট বোতাম ছিড়ে গেল। আমি ব্যাচেলর মানুষ। তাই পাশের অ্যাপার্টমেন্টের মিসেস ললার সাহায্য চাইলাম।
১ম বন্ধু: বুঝতে পারছি। প্যান্টের ঐ জায়গায় বোতাম লাগাতে বলায় ভদ্রমহিলা নিশ্চয়ই ভাবলেন তুই কোন অসভ্য ইঙ্গিত করছিস। তারপর তোকে জুতা পেটা করলেন।
২য় বন্ধু: না না, তা নয়। মিসেস লরা একজন সমাজ সেবিকা। তিনি আমার সমস্যা বুঝতে পারলেন। দ্রুত সুঁই-সুতা নিয়ে আমার প্যান্টের বোতাম লাগিয়ে দিলেন।
১ম বন্ধু: তাহলে সমস্যাটা কি?
২য় বন্ধু: বোতামটা লাগানো শেষ করে মিসেস লরা যখন মাথা নিচু করে দাঁত দিয়ে সুতোটা কেটে দিচ্ছিলেন তখনই উনার হাজব্যান্ড এসে উপস্থিত। তারপরতো বুঝতেই পারছিস।
***
সি. আই. এ অফিসে নতুন এজেন্ট দরকার। প্রার্থী দুইজন পুরুষ, একজন মহিলা।
এদের নার্ভ কেমন শক্ত তা পরীক্ষা করতে কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটি করে পিস্তল দিল। এদের কাজ হবে পাশের রুমে এদের একজন প্রিয় মানুষ আছে। তাকে গুলি করতে হবে। তবে এদের জানানো হয়নি পিস্তলে আসলে কোন গুলি নেই।
প্রথম প্রাথী রুমে প্রবেশ করে দেখল একটি চেয়ারে হাত মুখ বাধা অবস্থায় তার স্ত্রী। প্রিয় জনকে দেখে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। গুলি করার বদলে ছুটে গিয়ে সে তার স্ত্রীকে মুক্ত করল । ফলে এই পরীক্ষায় সে ফেল মারল।
দ্বিতীয় প্রার্থীর বেলায়ও একই ব্যাপার ঘটল।
তৃতীয় মহিলা প্রার্থী ভেতরে প্রবেশ করে তার স্বামীকে হাত বাধা অবস্থায় পেল। অনেকক্ষণ পর সেই মেয়ে হাপাতে হাপাতে বেরিয়ে আসল। রেগে মেগে বলতে লাগল আপনারা কি পিস্তল দিয়েছেন গুলিই বের হয় না। শেষ পর্যন্ত পিস্তলের বাট দিয়ে পিটিয়ে আমার স্বামীকে মারতে হয়েছে।
***
একজন ইংরেজ নাইট ধর্মযুদ্ধে যাচ্ছিল।
সে তার স্ত্রীর সতীত্ব রক্ষার্থে একটা সতীত্ব রক্ষাকারী বেল্টের দ্বারা তাকে আবদ্ধ করে তার সবচাইতে বিশ্বস্থ বন্ধুকে তার চাবিটা বিশ্বাস করে দিয়ে গেল।
সে তিন চার মাইল যাবার আগেই পিছনে ফিরে দেখল তার বন্ধু ঘোড়া ছুটিয়ে চিৎকার করতে করতে আসছে- থামো বন্ধু, তুমি আমাকে ভুল চাবি দিয়ে গেছ।
***
পোস্ট অফিসের লোকের প্রাপকের ঠিকানা ছাড়া একটি চিঠি পেল। চিঠি খোলার পর দেখা গেল এক লোক ঈশ্বরের কাছে ১০০০ টাকা চেয়ে চিঠি লিখেছে। পোস্ট অফিসের লোকদের মনে দয়া হল। তারা নিজেদের মধ্যে চাঁদা উঠিয়ে ঐ লোকের ঠিকানায় ১০০ টাকা পাঠিয়ে দিল।
এর কয়েক দিন পর ঠিকানা বিহীন আবার একটি চিঠি পাওয়া গেল। প্রাপক পূর্বের সেই লোক। খোলার পর দেখা গেল সেই লোক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছে-
আপনার পাঠানো টাকা আমি পেয়েছি। তবে এর পর থেকে টাকা পাঠালে দয়া করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবেন। আমাদের দেশের পোস্ট অফিসের অবস্থাতো আপনি জানেন। আমার ধারণা আপনার পূর্বের পাঠানো ১০০০ টাকা থেকে ৯০০ টাকা পোস্ট অফিসের লোকেরা মেরে দিয়েছে। আমি শুধু ১০০ টাকা পেয়েছি।
***
এক সফটওয়্যার ডেভেলপার সব কাজের জন্য কম্পিউটারের সরণাপন্ন হয়। তার ছিল দুইটি ঘড়ি। একটি এক মিনিট ফাস্ট চলে, অপরটি সব সময় বন্ধ থাকে। কোন ঘড়িটা তার জন্য ভাল হবে এটা জানতে সে কম্পিউটারের পরামর্শ চাইল।
কম্পিউটার তাকে পরামর্শ দিল- যে ঘড়িটা আধা মিনিট ফাস্ট চলে সেটা ১৪৪০ দিনে একবার সঠিক সময় দেবে। আর যে ঘড়িটা সব সময় বন্ধ থাকে সেটা ২৪ ঘন্টায় অন্তত দুইবার সঠিক সময় দেবে। অতএব যে ঘড়িটা সব সময় বন্ধ থাকে সেটা ব্যবহার করাই তোমার জন্য ভাল হবে।
Lyrics
buy books online
GSM
Bangladesh
Literature
books
grameenphone
Asia
Chord
Credit
Guitar
Linux
STRATEGIC ANALYSIS Of GRAMEENPHONE LIMITED
Tips
classification
love
Computer
Human
Jackson
Michael
Money
Poem
Romantic
STRATEGIC ANALYSIS
Swine
Technology
Ubuntu
Virus
Visa
adsense
card
diseases
friend
google
problem
reviews
1976
ATM
Ambition
Analysis
Animal virology
Connection
Daffodils
Definition
Depression
Earn
Fun
Funny
HIV
HRM Practices of Grameenphone Limited
Influenza
Internet
Lifestyle
Medical disasters
Music
Nokia
Notes
Online
Pandemics
Phone
Photography
Professional
Revolution
Security
System
Tricks
Windows
Wordsworth
company
customer
data
disasters
flixya
follow
friendship
genre
good
government
highest standard technology
international
outbreak
pig
point
pray
research
transmission
20
2007
2008
2009
AIDS
Acronyms
Affiliate
America
Argentina
Artcell
Bodywear
Boot
Bras
Briefs
Butterfly
CBI Product Fact Sheet Shapewear in Europe
Camisoles Leggings
Causes of death
Che
Command
Company Background
Currency
DARWIN
DEVELOPMENT OF ENGLISH ANXIETY SCALE FOR SECONDARY SCHOOL
Debit
Decision
Depression Cure
Discovery and invention controversies
Disease
Domain
E-links
FM Radio
Fidel Castro
Flirt
Forex
Free
Genuine
Guevara
HM
Immunodeficiency
Indian
Industry and Competitive Analysis
Insurance
Japanese Wife
John Ruskin
Jokes
LRB
Laptop
League
Liberation
Link
Linkin
Literary
Livestock
MLM
Marxist
Movements
NGO
Nothing
ORIGIN
OS
Opperating
Panties Bodysuits
Park
Post
Practical market Insights
Premier
Product
Punch
Result
Retroviruses
Royality
SPECIES
SSC
STUDENTS
Scum
Sexually transmitted diseases and infections
Shania Twain
Slips
Smile
Socialism
Song
Sports leagues
T20
Tale
Terms
Twenty
USA
Update
Waist Shapers
Wikipedia
Winnings
XP
airport
bestseller
broadcast
competitions
cpc
cricket
depressed
domestic
download
dual
ebook
effective
email
establishments
features
flu
forum
gmail
god
habits
happy
important
index
james
leagues
major
mask
methodology
modernism
objectives
pictures
poetry
pop
poverty
prayer
read
seaport
search engine optimizer
seo
shapewear
shop online
short story
slack
speed
sports
study
teens
tip
tutorial
twilight
unijoy
0 comments:
Post a Comment