চল বদলে যাই | এল.আর.বি | লিরিক ও গীটার কর্ড | Cholo bodle jai | LRB | Lyric & Guitar Chord
Hridoy Jure Joto Bhalobasha | Winning | Lyric | Guitar Chord | টাইটেলঃ হৃদয় জুড়ে যত ভালবাসা | উইনিংস | লিরিক ও গীটার কর্ড
Tale of a Non-Ambitious
Pori | Bappa | Lyric | Guitar Chord | পরী | বাপ্পা | লিরিক | গীটার কর্ড
Aamar PothChola- Artcell | Lyric & Chord | আমার পথচলা | আর্টসেল | লিরিক ও গীটার কর্ড
Lyrics | Back Street Boys - as long as you love me
Lyrics | Somewhere I Belong - Linkin Park
Lyrics | Breaking The Habit | Linkin Park
The Tale of a Non-Ambitious Boy
কিছু কৌতুক | Some Jokes
১ম বন্ধু: কিরে তোর মুখে ব্যান্ডেজ বাধা কেন? তোর ডান চোখটাতো অল্পের জন্য বেঁচে গেছে। কে তোর এই দশা করল?
২য় বন্ধু: আর বলিস না সকাল বেলায় অফিসে বেরোবার আগে প্যান্টের সামনের একাট বোতাম ছিড়ে গেল। আমি ব্যাচেলর মানুষ। তাই পাশের অ্যাপার্টমেন্টের মিসেস ললার সাহায্য চাইলাম।
১ম বন্ধু: বুঝতে পারছি। প্যান্টের ঐ জায়গায় বোতাম লাগাতে বলায় ভদ্রমহিলা নিশ্চয়ই ভাবলেন তুই কোন অসভ্য ইঙ্গিত করছিস। তারপর তোকে জুতা পেটা করলেন।
২য় বন্ধু: না না, তা নয়। মিসেস লরা একজন সমাজ সেবিকা। তিনি আমার সমস্যা বুঝতে পারলেন। দ্রুত সুঁই-সুতা নিয়ে আমার প্যান্টের বোতাম লাগিয়ে দিলেন।
১ম বন্ধু: তাহলে সমস্যাটা কি?
২য় বন্ধু: বোতামটা লাগানো শেষ করে মিসেস লরা যখন মাথা নিচু করে দাঁত দিয়ে সুতোটা কেটে দিচ্ছিলেন তখনই উনার হাজব্যান্ড এসে উপস্থিত। তারপরতো বুঝতেই পারছিস।
***
সি. আই. এ অফিসে নতুন এজেন্ট দরকার। প্রার্থী দুইজন পুরুষ, একজন মহিলা।
এদের নার্ভ কেমন শক্ত তা পরীক্ষা করতে কর্তৃপক্ষ তাদের প্রত্যেককে একটি করে পিস্তল দিল। এদের কাজ হবে পাশের রুমে এদের একজন প্রিয় মানুষ আছে। তাকে গুলি করতে হবে। তবে এদের জানানো হয়নি পিস্তলে আসলে কোন গুলি নেই।
প্রথম প্রাথী রুমে প্রবেশ করে দেখল একটি চেয়ারে হাত মুখ বাধা অবস্থায় তার স্ত্রী। প্রিয় জনকে দেখে তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। গুলি করার বদলে ছুটে গিয়ে সে তার স্ত্রীকে মুক্ত করল । ফলে এই পরীক্ষায় সে ফেল মারল।
দ্বিতীয় প্রার্থীর বেলায়ও একই ব্যাপার ঘটল।
তৃতীয় মহিলা প্রার্থী ভেতরে প্রবেশ করে তার স্বামীকে হাত বাধা অবস্থায় পেল। অনেকক্ষণ পর সেই মেয়ে হাপাতে হাপাতে বেরিয়ে আসল। রেগে মেগে বলতে লাগল আপনারা কি পিস্তল দিয়েছেন গুলিই বের হয় না। শেষ পর্যন্ত পিস্তলের বাট দিয়ে পিটিয়ে আমার স্বামীকে মারতে হয়েছে।
***
একজন ইংরেজ নাইট ধর্মযুদ্ধে যাচ্ছিল।
সে তার স্ত্রীর সতীত্ব রক্ষার্থে একটা সতীত্ব রক্ষাকারী বেল্টের দ্বারা তাকে আবদ্ধ করে তার সবচাইতে বিশ্বস্থ বন্ধুকে তার চাবিটা বিশ্বাস করে দিয়ে গেল।
সে তিন চার মাইল যাবার আগেই পিছনে ফিরে দেখল তার বন্ধু ঘোড়া ছুটিয়ে চিৎকার করতে করতে আসছে- থামো বন্ধু, তুমি আমাকে ভুল চাবি দিয়ে গেছ।
***
পোস্ট অফিসের লোকের প্রাপকের ঠিকানা ছাড়া একটি চিঠি পেল। চিঠি খোলার পর দেখা গেল এক লোক ঈশ্বরের কাছে ১০০০ টাকা চেয়ে চিঠি লিখেছে। পোস্ট অফিসের লোকদের মনে দয়া হল। তারা নিজেদের মধ্যে চাঁদা উঠিয়ে ঐ লোকের ঠিকানায় ১০০ টাকা পাঠিয়ে দিল।
এর কয়েক দিন পর ঠিকানা বিহীন আবার একটি চিঠি পাওয়া গেল। প্রাপক পূর্বের সেই লোক। খোলার পর দেখা গেল সেই লোক ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছে-
আপনার পাঠানো টাকা আমি পেয়েছি। তবে এর পর থেকে টাকা পাঠালে দয়া করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবেন। আমাদের দেশের পোস্ট অফিসের অবস্থাতো আপনি জানেন। আমার ধারণা আপনার পূর্বের পাঠানো ১০০০ টাকা থেকে ৯০০ টাকা পোস্ট অফিসের লোকেরা মেরে দিয়েছে। আমি শুধু ১০০ টাকা পেয়েছি।
***
এক সফটওয়্যার ডেভেলপার সব কাজের জন্য কম্পিউটারের সরণাপন্ন হয়। তার ছিল দুইটি ঘড়ি। একটি এক মিনিট ফাস্ট চলে, অপরটি সব সময় বন্ধ থাকে। কোন ঘড়িটা তার জন্য ভাল হবে এটা জানতে সে কম্পিউটারের পরামর্শ চাইল।
কম্পিউটার তাকে পরামর্শ দিল- যে ঘড়িটা আধা মিনিট ফাস্ট চলে সেটা ১৪৪০ দিনে একবার সঠিক সময় দেবে। আর যে ঘড়িটা সব সময় বন্ধ থাকে সেটা ২৪ ঘন্টায় অন্তত দুইবার সঠিক সময় দেবে। অতএব যে ঘড়িটা সব সময় বন্ধ থাকে সেটা ব্যবহার করাই তোমার জন্য ভাল হবে।
Almost All The Help for UBUNTU LINUX | লিনাক্সের প্রায় সকল সাহায্য
- কেন লিনাক্স ব্যবহার করবেন?
- লিনাক্স বিষয়ক প্রশ্ন উত্তর....
- লিনাক্স ব্যবহার শুরুর আগে কিছু প্রস্তুতি
- উবুন্টু ৯.০৪ লিনাক্স সহায়িকা (উবুন্টু বাংলাদেশ)
- বিডিওএসএন এর 'উবুন্টু সহায়িকা' (ভার্শন ৭.০৪))
- উবুন্টুর সকল সমস্যার সমাধান এক জায়গায় (তারেক ভাইয়ের টিউটোরিয়াল সংগ্রহ)
- উবুন্টু শিখি
- উবুন্টু সিডি / ডিভিডি আদান-প্রদান কর্মসূচী
- বোকা-সোকা প্রশ্নঃ কার্নেল আর শেল
- বোকা-সোকা প্রশ্নঃ লিনাক্সের ফাইল নিয়ে লাফালাফি
- বোকা-সোকা প্রশ্নঃ নব্যদের জন্য "না-জানলেই-নয়" কিছু কমান্ড
- বোকা-সোকা প্রশ্নঃ লিনাক্স ও ভাইরাস
- বোকা-সোকা প্রশ্নঃ ডিফ্র্যাগম্যান্টেশন, এরর চেকিং আর ফরম্যাট
- উবুন্টু ডাউনলোড করার পর কি করব? (সিডি বার্ণ প্রসঙ্গে)
- উবুন্টু ইন্সটলেশন - সহজ পদ্ধতি ভার্সান ৭.১০ ভার্সান ৮.১০
- উবুন্টুর হার্ডডিস্ক পার্টিশন তৈরী করতে সাহায্য চাই।
- লিনাক্সের পর উইন্ডোজ ইনস্টল
- ব্রডব্যান্ড: উবুন্টু লিনাক্সে PPPoE ইন্টারনেট কানেকশন কনফিগার
- উবুন্টুতে PPPoE বা DSL সংযোগ পদ্ধতির গ্রাফিক্যাল সমাধান
- ডায়ালআপ
- জিপিআরএস/এজ সংযোগ
- ব্লু-টুথ
- সিটিসেল মডেম দিয়ে সংযোগ
- উবুন্টু লিনাক্সে ইন্টারনেট কানেকশন শেয়ার করা
- উবুন্টু তে সফটওয়ার ইন্সটল দেয় কিভাবে?
- .tar.gz ফাইল (সোর্স ফাইল) থেকে কিভাবে সফটওয়্যার ইনস্টল করব???
- ফন্ট ইন্সটল
- উবুন্টুতে মাইক্রোসফটের (উইন্ডোজের) ফন্ট ইনস্টল
- লিনাক্সে ফন্ট ইনস্টল
- উবুন্টুতে একটি কমান্ড দিয়ে অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা
- কি করে ব্যাকআপ করবেন আপনার উবুন্টুর সব ইন্সটলড সফটওয়্যার ??
- উবুন্টু ব্যাকআপ সল্যুশন : এসব্যাকআপ
- উবুন্টুতে অপ্রয়োজনীয় ফাইল সফটওয়্যার রিমুভ করে জায়গা পুনোরুদ্ধার
- উবুন্টুতে গুগল আর্থ - ইন্সটলের কায়দা কসরৎ
- উবুন্টুতে ডেব প্যাকেজ আলাদা করে ডাউনলোড করার উপায়
- লিনাক্সে নির্দিষ্ট প্যাকেজের অফলাইন ইনস্টলার তৈরী করা
- লিনাক্সের ইন্সটলেশন প্যাকেজ কনভার্ট করুন (টিপস)
- পুরনো উবুন্তুর সফটওয়্যার ব্যবহার করুন নতুন উবুন্তুতে
- উবুন্টুতে গান শোনা, ভিডিও দেখা
- উবুন্টুতে সরাসরি ইন্টারনেট ছাড়া গান শোনার বিকল্প উপায়
- সিম্পল এ্যাডঅন ৯.০৪ উবুন্টু + কুবুন্টু লিনাক্স ভার্শন (অফলাইন রেস্ট্রিক্টেড এক্সট্রা ইনস্টলার)
- উবুন্টু এ্যাডভান্সড হোম ইউজার প্যাক ১
- সিম্পল এ্যাডঅন ৮.০৪ (অফলাইন রেস্ট্রিক্টেড এক্সট্রা ইনস্টলার)
- উবুন্টুতে রিয়েল প্লেয়ার ইন্সটল
- বাংলা কী-বোর্ড সেটআপ (বাংলা ভাষার সাপোর্ট সহ)
- বাংলা ইউনিজয় কী-বোর্ড (বিজয়ের পরিবর্তে) সেটআপ (SCIM এর মাধ্যমে)
- গ্রাফিক্যাল লিনাক্স, পর্ব- ১: কম্পিজ ফিউশন
- উবুন্টু স্টার্টআপ ম্যানেজার (গ্রাফিকালি বুট প্রায়োরিটি পরিবর্তন)
- উবুন্টুর বুট প্রায়োরিটি পরিবর্তন (ম্যানুয়ালি)
- উবুন্টুতে Grub এর ব্যাকগ্রাউন্ড ইমেজ পরিবর্তন
- উবুন্টু কাস্টমাইজেশন-থিম, আইকন, কার্সর, বুট স্ক্রিণ পরিবর্তন
- উবুন্টুতে স্ক্রিনসেভার ব্যবহার/পরিবর্তন
- উবুন্টুতে স্লিপ টাইমার
- উবুন্টুতে ntfs ড্রাইভ অটোমাউন্ট
- উবুন্টুতে ড্রাইভের নাম (লেবেল) পরিবর্তন
- উবুন্টুর ডাউনলোড ম্যানেজার?
- উবুন্টুতে সাপোর্টকৃত মোবাইল সেট/মডেম
- উবুন্টুতে চলবে লেক্সমার্ক ও ডেল - এর কিছু প্রিন্টার
- উবুন্টুতে চলবে লেক্সমার্ক জি৬০০ এবং জি৬৪৫ ইংকজেট প্রিন্টার
- সিন্যাপ্টিকে সিগনেচার সমস্যা
- ...(চলবে)
NEED SPECIAL TRANSPORTATION SYSTEM FOR STUDENTS DURING PUBLIC EXAMINATION | পাবলিক পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন
পাবলিক পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা থাকা প্রয়োজন
বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের প্রায় বেশির ভাগ কলেজে সম্মান প্রথম বর্ষের বোর্ড পরীক্ষা চলছে। পরীক্ষার সময় হাজার হাজার পরীক্ষার্থী দূর-দূরান্ত থেকে নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে এসে পরীক্ষা দিচ্ছে। এইসব পরীক্ষার্থী দের আসা যাওয়ার জন্য নেই কোন বিশেষ পরিবহন ব্যবস্থা। তাই তাদের অনেককেই নিয়মিত বাস সার্ভিস গুলোতে অন্যান্য সময়ের চাইতে দ্বিগুন-তিনগুন ভীড়ের মাঝে জীবনের ঝুকি নিয়ে বাসে কোনক্রমে ঝুলে ঝুলে অনেক কষ্ট সহ্য করে পরীক্ষার হলে পৌছতে হচ্ছে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যা টা আরুও বেশি মাত্রায় ভয়ংকর।
মধ্যবিত্ত, যাদের সিএনজি ভাড়া করার সামর্থ নেই তাদের এই ভয়ংকর পরিবেশের মধ্য দিয়েই আসতে হচ্ছে দুরের কোন পরীক্ষা কেন্দ্রে। তাছাড়া বর্তমানের সিএনজি চালকরাও যেন মহারাজা সেজে বসে থাকে। যাত্রীদের যেন চালকের ইচ্ছামত তার পছন্দের জায়গায় যেতে হবে। কোন কোন চালক যেতে রাজী হলেও হেঁকে বসে দুইগুন-তিনগুন ভাড়া!! যাত্রীরা তাদের হাতে জিম্মি।
শুধু এই পরীক্ষা ই নয়, দেশে বিভিন্ন সময়ে বেশ অনেকগুলো পাবলিক পরীক্ষা সংঘটিত হয়ে থাকে, যেমন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, এসএসসি, এইচএসসি পরীক্ষা ইত্যাদি। এইসব পরীক্ষার সময়ও দেখা যায় অভিন্ন চিত্র।
সাধারনত এই সমস্ত পাবলিক পরীক্ষার সময়ে রাস্তায় সাধারণ সময়ের চাইতে বেশিই ভীড় থাকে কারন এই সময় একই সময়ে হাজার হাজার পরীক্ষার্থী বের হয় বিভিন্ন স্থানে পরীক্ষাকেন্দ্রের উদ্দেশ্যে। তাদের বেশির ভাগ অংশই যাতায়াতের জন্য বাস ব্যবহার করে থাকে। এমনিতেই দেশের বিশেষ করে ঢাকার বাস গুলোতে উপচে পড়া ভীড় সবসময়ই লেগে থাকে। পরীক্ষার সময় তা আরও বেড়ে যায়। বাসে কোনক্রমে ঝুলে থাকাও দায় হয়ে যায়। অনেক সময় বাসে উঠতে না পেরে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। মাঝে মাঝে পরীক্ষা হলে পৌছতেই দেরী হয়ে যায়। তাছাড়া চিরায়ত যানজট সমস্যা তো আছেই।
সবচেয়ে বেশি সমস্যা হয় মেয়েদের। তারা এমনিতেই ছেলেদের সংগে ধাক্কাধাক্কি করতে যায় না বা তাতে পেরেও উঠেনা। উঠতে পারলেও পড়তে হয় বিভিন্ন ভীষন বিব্রতকর পরিস্থিতে। তাদের জন্য সংরক্ষিত (!) আসনেও পায়না তারা বসার অধিকার। তা থাকে কোন পুরুষরূপী নারী বা প্রতিবন্ধী (নারী, শিশু ও প্রতিবন্ধী দের জণ্য সংরক্ষিত আসন) যারা মনে করে তারাই একমাত্র সংরক্ষিত আসনের অধিকারী। এমতাবস্থায় কোন মেয়ে পরীক্ষার্থীর জন্য পাবলিক বাসে যাতায়াত করা যে কি পরিমান কষ্টসাধ্য তা কেবল ভূক্তভোগীরাই ভাল বলতে পারবেন।
এভাবে যাতায়াতের জন্য পরীক্ষার্থীদের উপর ক্লান্তি ও মানসিক চাপের সৃষ্টি হয়। যার কারণে পরীক্ষা খারাপ হতে পারে।
এমতাবস্থায় সরকারের উচিত, পাবলিক পরীক্ষার সময় সাময়িক ভাবে বিশেষ কোন পরিবহণ ব্যবস্থা চালু করা। যাতে দূরের পরীক্ষার্থীদের এমন মানসিক ভোগান্তির শিকার না হতে হয়।
আমাদের সরকারের আগামী প্রজন্মের উপর যেন কোন মাথাব্যথাই নেই। তারা কি ধরণের পরিবেশে পড়াশোনা করছে, কি কি সুবিধা পাচ্ছে বা বঞ্চিত হচ্ছে এসব বিষয়ে সরকারের কোন ভ্রুক্ষেপ ই নেই। অথচ এদের মধ্য থেকেই নির্ধারিত হবে আগামীর ভবিষ্যত।
তাদের নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করার দায়িত্ব তো সরকারেরই।
Tips For Buying The Right Laptop Computer
How to Stay Safe and Secure Online | 10 tips to Stay Safe and Secure Online
Credit CarD Processing Service
How to process a credit card | Do You Need Credit Card Processing Services?
VISA, INTERNATIONAL, CREDIT/DEBIT, DUAL CURRENCY, UNIVERSAL CARD IN BANGLADESH
VISA, INTERNATIONAL, CREDIT/DEBIT, DUAL CURRENCY, UNIVERSAL CARD IN BANGLADESH
This is a Visa dual currency credit card with worldwide acceptability. Its USD credit limit will be within approved BDT limit assigned for the card holder. Its USD credit limit will be within approved BDT limit assigned for the cardholder.
Features:
- Flexible Transferable limit
- Annual fee is your choice
- Card Cheque
- Fast Reward points
- e-Statement Service
- Balance Transfer
- Credit Shield
- Extensive SMS Service & Transaction Alert
- Pay Flex
- Worldwide Acceptance
- Global Emergency Assistance Service
- Immediate Cash Advance Facility
- Supplementary Card
- Convenient Payment option
- Auto debit option
- Self set limit
- BBL 24-hours Call Center
- Alternative Payment channels
- Internet Banking
BRAC Bank Universal Card is the only card that allows you to set your preference regarding the USD limit and BDT limit within the approved limit and can convert BDT Limit anytime to USD limitand vice versa. Now you can avail your full available limit in BDT or in USD (Subject to yearly Travel quota entitlement). You can set your preferences also. You can also convert your USD limit to BDT limit or BDT limit to USD limit as according to your needs after making payment.
Annual fee is your choice Now payment of Annual fee for your Credit Card is totally your choice, BRAC Bank allows you to pay no Annual fee as long as you transact at least 18 times (including 10 POS transactions) in a physical year. It’s your Card, your choice. Card cheque FacilityWith BRAC Bank Credit Card now you can enjoy cheque facility with a reduce interest rate of 27% against your credit card limit. You can make payment (account payee only) to any person or organization where Credit Card facility is not available. You can use your 100% limit through Card cheque with a minimum processing fee. You will get your first chequebook free.
FAST Reward pointsA special loyalty program that allows you to earn some points every time whenever you spend your money through POS with your Credit Card. For every Tk. 50 spent through POS on your credit Card earns you 1 Reward point. The accumulated Reward Points can be redeemed against exciting 74 gift items from Reward Catalogue. The enrollment of this program is free.
e-Statement ServiceBRAC Bank brings more convenience for you through e-statement that will enable you to receive your monthly Credit Card statement via e-mail and this is absolutely free. No doubt now a day’s e-statement is the fastest, reliable and efficient service, which ultimately minimizes your paper work and maximizes your convenience. E-Statement will be sent maximum up to 3 (Three) e-mail addresses. For enrollment you have to fill up the enrollment form and send /drop it to any branch of BRAC Bank.
Balance TransferBRAC Bank brings Balance Transfer facility for its Cardholder; if you have other bank Credit Card then you have the option to transfer your current outstanding balance at a much cheaper rate of 22% to your BBL Credit Card. The processing fee for Balance transfer is 2% or 150 + VAT whichever is higher.
Credit Shield FacilityCredit shield facility is a triple benefits Insurance Plan for the BBL Cardholders. The entire dues on the Credit Card, in the event of death or permanent total disability of BBL credit Cardholder, will be waived and the cardholder or his/her family will receive equal amount to meet immediate expenses, for any kind of accidental death, gold card holder is covered for 2-lacs and Classic Cardholder for 1 lac – under Credit Shield. A very nominal charge of 0.35 paisa for every TK.100/- of your Credit Card outstanding balance will be applicable for this coverage.
Extensive SMS Service & Transaction AlertBBL SMS Service is the simplest way to find out your Credit Card details through your mobile. This includes Push & Pull service which you can avail free of cost. Through Pull Service you can access to your Credit Card information form anywhere anytime. Through Push service BBL provides you with information on your BBL Card even when you are on the move. Now you would no longer miss a payment or exhaust your Credit limit without any warning.
For the first time in Bangladesh BRAC Bank brings you an extensive Transaction Alert Service for its Cardholders. BARC Bank Transaction Alert - a service that allows you to stay updated on your Credit Card transactions. For each predefined transaction an alert will be generated and sent to your mobile instantly. At a nominal monthly fee of Tk 5 + VAT, you can enroll to the service.
Real Time Payment Update
Now you can avail your limit as soon as you make payment. Your card’s available limit will be opened as soon as you made payment and you can use your card instantly.
PayFlexThis is an installment program that allows BBL Credit Cardholders to convert any retail transaction into an easy and convenient repayment schedule. That is any cardholder will get different payment facilities for any retail transaction made at different merchant point. Payment method is classified on absolutely interest free (i.e. 0%) or payment with a certain level of interest which is the best rate method as off in the market.
Immediate Cash Advance programYou don’t need to worry about carrying cash anywhere – not even on a foreign trip where there is no one to give you hard cash at times of your need. You can withdraw cash up to 50% of your Credit Limit from any of our branches or any ATMs with VISA Logo across the country and out side the country.
Worldwide AcceptanceThe Credit Card is accepted at over 5,000 outlets across at the country and over 24 million VISA outlets worldwide. Use your Credit Card for everyday purchases as well as high valued transactions with wide range of products and services including hotels, restaurants, airlines, travel agents, shopping malls, department stores, hospitals, diagnostic centers, jewelers, electronics, computer shops and many more! This number is increasing rapidly to cater your growing needs. So no matter where you are in the world with BBL Credit Card gives you the power to purchase whatever you desire for.
Global Emergency Assistance FacilityWhen you travel abroad, please remember that you have the option of using the Global Emergency Assistance Service provided by the VISA for our cardholders. These can be availed for: 1. Reporting Lost/ Stolen Credit Cards 2. Requesting for emergency card replacement 3. Emergency Cash Advance and 4. Miscellaneous enquiries. The toll free telephone numbers for accessing these emergency assistance Help line are available in local telephone directories/yellow pages and other local listings in each country.
Supplementary CardWith BBL credit Card you can share you’re the exclusive benefits with your dearest and nearest one through providing supplementary card. As a primary cardholder you can also set spending limits for each of your supplementary cards. For your convenience all transactions on your Supplementary Card will be shown separately on your monthly Credit Card statement.
Convenient Payment optionWhen you receive your bill, you need not pay the entire bill amount. You have the flexibility of selecting any of the following payment options:
- Pay the total amount due.
- Pay the minimum amount due (5% of your total outstanding or BDT 500 whichever is higher of local card and for Dual card 5% of your outstanding or USD 10 whichever is higher) and the balance is carried forward to subsequent statements.
You can pay your payment conveniently, without creating any extra pressure on your finances.
Auto debit optionIf you have an account with any BRAC Bank branch, you have the option of making the payment of your monthly credit statement (either minimum amount due or total due amount) directly through your bank account.
Self set limit
BARC Bank Credit Card allow you to set your own card limit .You can request for a limit lower than what you are eligible for .you can even preset the monthly spending limits on the supplementary card .Any transaction above that specific spending limit will be declined.
BBL 24-hours Call CenterWe offer Customer Services 24-hour a day, 7 days a week through our State-of–Art Call Center and experience customer service staff. BRAC Bank Call Center facility is to provide you one stop solution for your banking needs.
Alternative Payment channelsBARC Bank provides you different payment channels, now you don’t need to wait in queue to pay your credit card bill. You can easily pay your credit card bill through Cash Deposit Machine or through ATM or through IVR (interactive voice recorder).For IVR and ATM you need to have an account with BRAC Bank.
Internet BankingWe understand the pressures on your time. For you to get information when you need it and where you need it, we offer you access to BRAC Bank Credit Card related information through the Internet at http://www.bracbank.com. You can make transactions like accessing account information - current and last statement - getting your payment status, viewing your monthly statement by e-mail, requesting a duplicate PIN, recording a change of address, ordering a draft, giving auto debit instructions, requesting a replacement card or an add-on card, redeeming points online from the Rewards catalogue and subscribing to statement by e-mail and mobile alert. The program will be available shortly and we will notify you soon.
********************************************************