ইহা একটি শিক্ষামূলক পোস্ট
**জুনিয়রদের জন্য অবশ্যপাঠ্য**
ছোটবেলা থেকেই গণিত বিষয়ে বেশ কাচা ছিলাম। যদিও ছিলাম সামনের সারির ছাত্র, কিন্তু দুনিয়ার অন্য সকল বিষয়ে দশে সাত-আট হলেও গণিতে এসে ধরা। অন্য সাবজেক্টগুলা দিয়ে সম্মানজনক অবস্থান কোনরকমে ঠেকনা দিয়ে রাখতাম। পাশের সিটের অন্যদের কাছে গণিতের মারপ্যাচ নিতান্তই মামুলি হলেও আমার কাছে বরাবরের মতই দুর্বোধ্য। টিচারের পড়ানোগুলো মাথার উপর দিয়ে যায়, মাথায় ঢোকে না; কিন্তু মানহানিকর মাইর আর রেপুটেশন-ইজ্জতের কথা ভেবে কিচ্ছুটি না বুঝলেও সব বুইঝা ফেলসি বলে ব্যপক ভাব নিতাম। সেখানেই, ফ্রেন্ডস, সেখানেই ছিলো ভুল!! সেই ভাব ধরাটাই সাহসের অভাবে অভিশাপ হলো কালে কালে।
তখন যদি মান-সম্মান-ইজ্জত সাইডে রেখে সাহস করে টিচারকে বলতাম স্যার বুঝিনাই, আরেকবার বুঝায়ে দ্যান! তাহলে হয়তো আজকে গণিত নিয়ে এরকম নাকানি-চুবানি খাওয়া লাগতো না।
ছোট ভাই ও বোনেরা তোমরা এরম ভুল কইরো না প্লিজ, না বুঝলে সাহস করে টিচারকে আর একবার জিজ্ঞেস কইরো...!
**জুনিয়রদের জন্য অবশ্যপাঠ্য**
ছোটবেলা থেকেই গণিত বিষয়ে বেশ কাচা ছিলাম। যদিও ছিলাম সামনের সারির ছাত্র, কিন্তু দুনিয়ার অন্য সকল বিষয়ে দশে সাত-আট হলেও গণিতে এসে ধরা। অন্য সাবজেক্টগুলা দিয়ে সম্মানজনক অবস্থান কোনরকমে ঠেকনা দিয়ে রাখতাম। পাশের সিটের অন্যদের কাছে গণিতের মারপ্যাচ নিতান্তই মামুলি হলেও আমার কাছে বরাবরের মতই দুর্বোধ্য। টিচারের পড়ানোগুলো মাথার উপর দিয়ে যায়, মাথায় ঢোকে না; কিন্তু মানহানিকর মাইর আর রেপুটেশন-ইজ্জতের কথা ভেবে কিচ্ছুটি না বুঝলেও সব বুইঝা ফেলসি বলে ব্যপক ভাব নিতাম। সেখানেই, ফ্রেন্ডস, সেখানেই ছিলো ভুল!! সেই ভাব ধরাটাই সাহসের অভাবে অভিশাপ হলো কালে কালে।
তখন যদি মান-সম্মান-ইজ্জত সাইডে রেখে সাহস করে টিচারকে বলতাম স্যার বুঝিনাই, আরেকবার বুঝায়ে দ্যান! তাহলে হয়তো আজকে গণিত নিয়ে এরকম নাকানি-চুবানি খাওয়া লাগতো না।
ছোট ভাই ও বোনেরা তোমরা এরম ভুল কইরো না প্লিজ, না বুঝলে সাহস করে টিচারকে আর একবার জিজ্ঞেস কইরো...!
1 comments:
1xBet | Sports Betting in Nigeria
Bet on horse racing online with 1xBet, the งานออนไลน์ best odds 1xbet app on Horse Racing, pre-game bets, 시흥 출장샵 live racing results, 창원 출장샵 and more! ✓Bet 통영 출장안마 In-Play ✓Mobile ✓Latest.
Post a Comment